Saturday , 27 April 2024
শিরোনাম

নিম্নমুখী প্রবাসী আয়, ২৫ দিনে এলো সাড়ে ১৪ হাজার কোটি টাকা

চলতি মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ১৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। দেশিয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় (প্রতি ডলার ১০৯ টাকা ৭৫ পয়সা ধরে) ১৪ হাজার ৫২০ কোটি টাকা। চলমান এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে ১৬৫ কোটি ডলার বা ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে।

রোববার (২৭ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী রাষ্ট্রায়াত্ত ছয় ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৪ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার। দুই বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১৪ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশে ব্যবসারত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ লাখ মার্কিন ডলার।

প্রবাসী আয় পর পর কয়েক মাস ইতিবাচক ধারায় থাকলেও আগস্টে এসে উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছরের একই সময়ে এবং আগের মাস জুলাইয়ের চেয়ে উল্লেখযোগ্য হারে কমেছে প্রবাসী আয়।

গত বছরের আগস্ট মাসের ২৫ দিনে গড়ে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ৭৪ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। আর চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের ২৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৪ কোটি ৪২ লাখ ৯২ হাজার ডলার। চলতি মাসের ২৫ দিনে সেখানে প্রবাসী আয় এসেছে ১৩২ কোটি ৩০ লাখ ৭০ ডলার।

সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

Check Also

সোনার দাম আরও কমল

দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x