Friday , 26 April 2024
শিরোনাম

প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি:এমপি মুকুল

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখানে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বেড়িবাঁধ এলাকা ও বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
১৩ মে শনিবার ভোর ৬ টা থেকে রাত পর্যন্ত বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে এলাকার সাধারণ জনগনকে ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন আলী আজম মুকুল।
এসময় তিনি বলেন,ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা প্রশাসন সবসময়ই প্রস্তুত রয়েছে,আপনারা সবাই নিরাপদ স্থানে অবস্থান করুন”আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য চিকিৎসা সেবা,শুকনা খাবার,পানীয় সহ সকল কিছু প্রস্তুত রেখেছি,আপনাদের ভয় নেই সকল ধরনের সহযোগিতা আপনাদের করা হবে।তিনি বলেন,শুক্রবার আমার চলে যাওয়ার কথা থাকলে আপনাদের বিপদে ফেলে আমি চলে যাব তা কখনো হতে পারে না,আপনাদের কথা বিবেচনা আমি আমার যাওয়ার সময় পরিবর্তন করেছি কারন ছোট বেলা বাবাকে হারিয়েছি যুবক বয়সে মাকে হারাইছি,আপনারাই আমার মা-বাবা।
তিনি বলেন,নিজের জীবন বাজি রেখে আমার নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো জন্য করে যাচ্ছি নতুন কিছু নয়।
আপনাদের যেমন আমি সুখের সাথী তেমনি দুঃখের সাথী”ঢাকা শহরের আরাম আয়েস ত্যাগ করে আমার এলাকার মানুষের জন্য ঘূর্ণিঝড় মোখা’র কথা শুনে ওই চরাঞ্চলের সাধারণ ও তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে ৮ নং মহাবিপদ সংকেত এর মধ্যে ও দেশে অবস্থান করছি।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,টগবী ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার,হাসাননগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী,টগবী ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জ্বল হাওলাদার,সাংবাদিক এইচ.এম.মোঃ সাইফুল ইসলাম আকাশ,ফায়ার সার্ভিস টিম,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডার সহ সদস্যবৃন্দ।

Check Also

মানিকগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় দুই সবজি ব্যবসায়ী নিহত

ফারজানা খান লিয়া, মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x