Friday , 26 April 2024
শিরোনাম

বহুতল ভবন থেকে মেট্রোরেলে ঢিল, থানায় অভিযোগ

রাজধানীর কাফরুলের শেওড়াপাড়া এলাকার একটি বহুতল ভবন থেকে মেট্রোরেল ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কেউ আহত না হলেও, মেট্রোরেলের জানালা ক্ষতিগ্রস্ত হয়।

রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে এ ঘটে বলে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, মেট্রোরেলটি শেওড়াপাড়া বরাবর আসতেই একটি ঢিল এসে মেট্রোরেলের জানালায় পড়ে। যে স্থানে ঘটনা ঘটছে, সে স্থানে বহুতল ভবন রয়েছে।

কেউ একজন পূর্বপাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়তে পারে এমন অভিযোগ মেট্রোরেল কর্তৃপক্ষের।

ওসি হাফিজুর বলেন, মেট্রোরেল সবার কাছে একটি আবেগের জিনিস এবং মেট্রোরেলের নিরাপত্তা সবার আগে। এই ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। দোষীদের শনাক্তে করতে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। পুলিশের একাধিক টিম কাজ করছে। ঢিলটি কোন ভবন থেকে এসেছে, আগে সেটি শনাক্ত করা হবে। তারপর অপরাধীদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।

মেট্রোরেলের নিরাপত্তায় ২৩১ সদস্য নিয়ে এমআরটি পুলিশ গঠনে গত ১১ এপ্রিল সচিব কমিটি অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

Check Also

ঢাকায় গরমে রিকশা চালানোর সময় চালকের মৃত্যু

প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে আব্দুল আউয়াল (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x