Friday , 3 May 2024
শিরোনাম

বাংলাদেশকে স্বীকৃতি, সেই দলিল হস্তান্তর জার্মানির

মুক্তিযুদ্ধের পর পরই যেসব দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার মধ্যে জার্মানি অন্যতম। সে সময় যে দলিলের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল দেশটি, সেই দলিলটি হস্তান্তর করেছে জার্মানি।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্থানীয় সময় গত সোমবার (১৯ সেপ্টেম্বর) জার্মানির একটি অভিজাত হোটেলে আয়োজিত অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওই দলিলটি হস্তান্তর করা হয়।

জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী টোবিয়াস লিন্ডনার জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার কাছে এই দলিল হস্তান্তর করেছেন।

বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী টোবিয়াস লিন্ডনা বলেন, নিজেদের স্বার্থ উন্নয়নে দুইপক্ষ একসঙ্গে কাজ করবে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে জার্মানির সমর্থন অব্যাহত থাকবে।

জার্মানির রাষ্ট্রদূত বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি, অভিবাসন, মানবাধিকার, নিরাপত্তা ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের মতো বিষয়গুলোতে বাংলাদেশ ও জার্মানি একই ধরনের মনোভাব পোষণ করে।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x