Friday , 26 April 2024
শিরোনাম

বাংলাদেশে আসছেন পাকিস্তানের মন্ত্রী হিনা রব্বানী

আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন বসছে ঢাকায়। আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার। প্রায় দশ বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ঢাকা সফর হতে যাচ্ছে এটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার পাকিস্তান হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডি-৮ এর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ জোটের সদস্য পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া এবং নাইজেরিয়া। সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রীদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কে আব্দুল মোমেন সবাইকে দাওয়াত দিয়েছেন।

এ কর্মকর্তা বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ড. মোমেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী নয়, প্রতিমন্ত্রী হিনা রব্বানী খারকে পাঠানো হচ্ছে।

অন্যদিকে ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা জানান, ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ঢাকায় পররাষ্ট্র সচিবকে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। পরবর্তীতে সিদ্ধান্তের পরিবর্তন হয়। সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, মন্ত্রী হিসেবে হিনা রব্বানীর এটি দ্বিতীয় বাংলাদেশ সফর হতে যাচ্ছে। এর আগে তিনি ২০১২ সালে ঢাকা সফরে আসেন। সে সময় ইসলামাবাদে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন তিনি। এরপর প্রায় ১০ বছরে পাকিস্তানের কোনো মন্ত্রী বাংলাদেশ সফর করেননি।

Check Also

থাইল্যান্ডের রাজা-রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x