Monday , 6 May 2024
শিরোনাম

বান্দরবানে নিজস্ব ভবনে কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতির নতুন অফিস এর শুভ উদ্বোধন

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে নিজস্ব ভবনে কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির অফিস ঘরের শুভ উদ্বোধন করা হয়। বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতি নিজস্ব ভবন হিলভিউ হাসপাতালের ৫ম তলায় ২৮মার্চ সোমবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসকের প্রতিনিধি বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান পরিষদের নির্বাহী সদস্য ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সেক্রেটারী মোহাম্মদ ইসহাক এর সঞ্চালনায় ও কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সহ-সভাপতি মাওলানা দলিলুর রহমান আনচারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির নির্বাহী সদস্য ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম, এডভোকেট জয়নাল আবেদীন,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির নির্বাহী সদস্য ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গণি, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ বদরুল হক, মাও: আব্দুল আওয়াল,কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির নির্বাহী সদস্য মোঃ নাজিম উদ্দীন, কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতি বান্দরবান এর নির্বাহী সদস্য ও মিডিয়া ব্যাক্তিত্ব সাংবাদিক মোহাম্মদ আলী, মোঃ খোরশেদুল আলম, আবুল বশর সিদ্দিকী,আব্দুল কায়েছ,মোঃ খালেদ, মো: ফয়সাল প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন. বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতি ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে আসচ্ছে, আগামীতে সমাজের কল্যাণে প্রতিটি কার্যক্রমের আরো উত্তর উত্তর উন্নতি কামনা করেন। পরে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

Check Also

‘সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’

সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x