Sunday , 28 April 2024
শিরোনাম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেয়নি পুলিশ: ডিএমপি

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কখনো তালা দেয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সংক্রান্ত তথ্য-প্রমাণ পুলিশের কাছে আছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার বিএনপি নেতা রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এর আগে গত ১০ জানুয়ারি রুহুল কবির রিজভী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চাবি ফেরত পাওয়ার অনুরোধ করে পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর একটি চিঠি পাঠায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দিয়ে রেখেছিল। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোপূর্বে একাধিকবার বক্তব্য দিয়েছে যে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কখনোই তালা দিয়ে রাখেনি।

তবুও এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান করে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুসারে পুলিশ জানতে পারে, গত বছরের ২৮ অক্টোবর সমাবেশ শেষে বিএনপি প্রধান কার্যালয়ের নিরাপত্তাকর্মী সোহাগ বিএনপির প্রধান কার্যালয়ে রাত্রিযাপন করেন। পরবর্তীতে ২৯ অক্টোবর সকালে বিএনপির প্রধান কার্যালয়ের গেটে তালা দিয়ে চাবি নিয়ে অফিস ত্যাগ করে।

এ সংক্রান্ত তথ্য-প্রমাণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সংরক্ষিত রয়েছে। এজন্য রুহুল কবির রিজভীর বক্তব্য এবং এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চাবি ফেরত চাওয়ার চিঠিটি যথাযথ নয় বলে প্রতীয়মান হয়। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার কাছ থেকে বস্তুনিষ্ঠ বক্তব্য প্রত্যাশা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Check Also

মহানগর দক্ষিণ ছাত্রলীগের কমিটিতে মানিকগঞ্জের শাকিল

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x