বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি অযৌক্তিক: বিশেষজ্ঞরা
সম্প্রতি দেশে “প্রকৌশলী অধিকার আন্দোলন” ব্যানারে আন্দোলনরত বিএসসি ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীরা ৩ দফা দাবি উত্থাপন করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব দাবি যৌক্তিক নয় এবং বাস্তবতার সাথে সাংঘর্ষিক।
প্রথম দাবি ছিল, ১০ম গ্রেডে ১০০% কোটা রেখে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য প্রণয়ন করতে হবে। কিন্তু বর্তমানে ১০ম গ্রেডে রয়েছে মেধা: ৯০%, মুক্তিযোদ্ধা কোটা: ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা: ১%, শারীরিক প্রতিবন্ধী: ১%। এর বাইরে আলাদা কোনো কোটা নেই। ১০ম গ্রেডে (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) নিয়োগে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এই পোস্টে যে কেউ শিক্ষাগত যোগ্যতা পূরণ করলে আবেদন করতে পারবেন। অতএব, এ দাবি অবৈধ।
দ্বিতীয় দাবি ছিল, ১০ম গ্রেড থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৯ম গ্রেডে প্রমোশন দিতে হবে। বিশেষজ্ঞদের মতে, সরকারি চাকরিতে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে প্রমোশন পাওয়ার সুযোগ আগে থেকেই রয়েছে। অনেকেই কর্মজীবনের ১৫-২০ বছর পর প্রমোশন পেয়েছেন। ফলে এ দাবিও অযৌক্তিক।
তৃতীয় দাবি ছিল, বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকেই সরকারী নিয়মে “ডিপ্লোমা ইঞ্জিনিয়ার” নামে পদবী রয়েছে। এটি বৈধ উপাধি। ফলে এ বিষয়ে নতুন আইন প্রণয়নের দাবি অবান্তর।
সার্বিকভাবে দেখা যাচ্ছে, আন্দোলনকারীদের উত্থাপিত তিনটি দাবি আইনি কাঠামো, সরকারি নীতিমালা এবং বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অবাস্তব দাবির কারণে প্রকৌশলী সমাজে বিভ্রান্তি তৈরি হতে পারে।