Sunday , 28 April 2024
শিরোনাম

বিশ্বকাপের আগে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বিসিবি। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টিতে এখন বেশ গুরুত্ব দিচ্ছে বিসিবি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি শনিবার (১৬ মার্চ) প্রকাশ করেছে বিসিবি।

সিরিজে টি-টোয়েন্টির সঙ্গে থাকছে টেস্ট ম্যাচও। তবে সেটা হবে আগামী বছরে। বিশ্বকাপকে কেন্দ্র করে আপাতত শুধু টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মে মাসের ৩ তারিখ। ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৫ ও ৭ মে হবে পরের দুটি ম্যাচ। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ঢাকায়। ১০ এবং ১২ মে হবে এই ম্যাচ দুইটি।

সিরিজে অংশ নিতে এপ্রিলের ২৮ তারিখ বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। ১২ মে সিরিজের শেষ ম্যাচ খেলে ১৩মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে সিকান্দার রাজার দলের।

Check Also

বিশ্ব রেকর্ড গড়ে জিতল পাঞ্জাব

এতদিন শাহরুখ খান আর প্রীতি জিনতার জন্য ‘বীর-জারার’ লড়াই বলেই পরিচিত ছিল ম্যাচ। এবার ইতিহাসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x