Saturday , 27 April 2024
শিরোনাম

বোয়ালমারীতে ৪র্থ ধাপ ইউপি নির্বাচনের ভাতা বিতরণ

এস এম রুবেল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়ীত্ব পালনকারী পিসি. এপিসি ও আনসার ভিডিপি সদস্যদের মাঝে সম্মানী ভাতার টাকা বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে পৌরশহরে অবস্থিত মাল্টি মিডিয়া পারপাস হলের সামনে এ সম্মানী ভাতা বিতরণ করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি ফরিদপুর জেলা কমান্ড্যান্ট অফিসার নাদিরা ইয়াসমিন উপস্থিত থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়ীত্ব পালনকারী পিসি. এপিসি ও আনসার ভিডিপি সদস্যদের মাঝে এ সম্মানী ভাতার টাকা বিতরণ করেন। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিযূষ কুমার ঘোষ জানান, গত বছর ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপ ইউনিয়ন নির্বাচনে ১৫৪৭ জন সদস্য দায়ীত্ব পালন করেন। এর মধ্যে ৯১ টি গ্রæপ করা হয় এবং প্রত্যেক গ্রুপে ১৭ জন সদস্য নিযুক্ত ছিলেন। এদের মধ্যে পিসি, এপিসি সদস্যদের চার দিনের ভাতা বাবদ ২১০০ টাকা, যাতায়াত ভাতা বাবদ ১০০ টাকা, শুকনো খাবার বাবদ ২৫০ টাকা সর্বমোট ২৪৫০ টাকা, এর ভেতর ভ্যাট ও কর বাবদ ৫০ টাকা কেটে রেখে ২৪০০ টাকা এবং আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সম্মানি ভাতা বাবদ ২২০০ টাকা বিতরণ করেন।

Check Also

লোকসভা নির্বাচন: ৬১ শতাংশ ভোট পড়েছে দ্বিতীয় ধাপে

ভারতে ১৮তম লোকসভা নির্বাচন চলছে। আজ শুক্রবার ছিল দেশটির দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। ১৩টি রাজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x