Monday , 6 May 2024
শিরোনাম

ভারতে করোনা সংক্রমণ তিন মাসের মধ্যে সর্বোচ্চ

ভারতজুড়ে কোভিডের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। ফলে একটা উদ্বেগও তৈরি হচ্ছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন, গত তিন মাসের মধ্যে যা সর্বোচ্চ। শনিবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

দৈনিক সংক্রমণ বাড়লেও শনিবার মৃত্যুর সংখ্যা শুক্রবারের তুলনায় অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। সেখানে শুক্রবার মৃতের সংখ্যা ছিল ২৪। সক্রিয় রোগীর সংখ্যা শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। দৈনিক সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দৈনিক সংক্রমণের হার ২ দশমিক ৪১ শতাংশ।

দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮১ জন। তার মধ্যে শুধু মুম্বাইয়েই নতুন করে আক্রান্ত হন ১ হাজার ৯৫৬ জন। ২৩ জানুয়ারির পর আবার দৈনিক সংক্রমণের সংখ্যা ২ হাজারের কাছাকাছি পৌঁছল মায়ানগরীতে। সংক্রমণ বাড়তে থাকায় আবারও মাস্ক বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। মহারাষ্ট্রের পরই রয়েছে কেরালা (২ হাজার ৪১৫)। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি (৬৫৫)। তারপর রয়েছে কর্নাটক (৫২৫)।

Check Also

‘সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’

সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x