Thursday , 9 May 2024
শিরোনাম

ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা

এশিয়া কাপে শনিবার ভারত-পাকিস্তান মহারণ। বরাবারের মতোই এ ম্যাচ ঘিরে দর্শকদের মাঝে আগ্রহ প্রবল। কিন্তু সব উত্তেজনায় বাধ সাধতে পারে বৃষ্টি। কারণ ম্যাচের দিন শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।

খেলাটি হবে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। অর্থাৎ পুরো সময় না হলেও ম্যাচের কোনো না কোনো সময় বৃষ্টি হতেই পারে। গতকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের সময়ও যেমন কয়েক মিনিটের জন্য বৃষ্টি হানা দিয়েছিল।

সাধারণত বৃষ্টির কারণে আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় খেলা হয় না। কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কাকে কয়েকটি ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টি সব ভেস্তে দিতে পারে।

এমনকি কলম্বোতে যে ম্যাচগুলো রয়েছে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সেপ্টেম্বরে এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ ভেস্তে গেলে অবাক হওয়ার কিছু নেই।

এরই মধ্যে এবারের আসরে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপের ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারায় পাকিস্তান। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের খেলায় বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

Check Also

বিরক্ত হয়ে আবারও ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হিসেবে সাকিব আল হাসানের নাম বললে খুব একটা ভুল হয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x