Tuesday , 7 May 2024
শিরোনাম

ভেদরগঞ্জে পুলিশের” ওপেন হাউস ডে” অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সোহেল ,শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ থানাধীন পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১ টায় ভেদরগঞ্জ থানা কম্পাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌন হয়রানি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বাল্যবিয়ে, জমি নিয়ে বিরোধ, চাঁদাবাজি, ভাড়াটিয়া তথ্য ফরম পূরণসহ সমাজের নানা প্রতিবন্ধকতা প্রতিরোধে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি জনবান্ধবমূলক পুলিশিং সেবা ও কমিউনিটি পুলিশিংয়ের সুফলসহ সব ধরনের সেবা দ্রুত জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা।

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, বাহালুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, গোসাইরহাট সার্কেল আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ পৌর মেয়র আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আঃ মান্নান রাঢ়ী, থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান হাওলাদার, ভেদরগঞ্জ কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল জব্বার রাড়ি। বিভিন্ন বিটের জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, কমিউনিটি পুলিশের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Check Also

গ্রামে লোডশেডিং না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামাঞ্চলে লোডশেডিং না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরেও যাতে লোডশেডিং না হয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x