Sunday , 28 April 2024
শিরোনাম

মাইফান্ডএকশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সংস্কৃতিক গ্র্যান্ড ইফতারের আমন্ত্রণে বাংলাদেশের শিক্ষার্থীরা।

মাইফান্ডএকশন একটি মালয়েশিয়া ভিত্তিক ইসলামিক দাতব্য সংস্থা, যারা বর্তমানে বিশ্বের ১৪টির মত দেশে শাখা রয়েছে এবং তারা বিশ্বের 22টি এর অধিক দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। গত ১৫ এপ্রিল সোমবার, মিশরের রাজধানীর কায়রোস্থ, মদিনাতুন নসরের, প্রিন্সেস প্যালেসে তাদের এই আন্তর্জাতিক সাংস্কৃতিক গ্র্যান্ড ইফতারের আয়োজন করা হয়, যে আয়োজনে বাংলাদেশ সহ আরো বিশ্বের ১০টির ও অধিক দেশের ছাত্ররা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশের ছাত্রদের পক্ষ থেকে  বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন, মিশর এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অত্র অনুষ্ঠানে বাংলাদেশের স্টুডেন্ট অর্গানাইজেশন, মিশর এর নেতৃবৃন্দের সাথে MyFundAction এর মিডিল ইস্ট এবং আফ্রিকার শাখার ম্যানেজার জনাব উস্তাদ আমজাদ হাযিক আশারি সাক্ষাত করেন এবং বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের সভাপতি জনাব মো. নাজিব শাওকি এর সাথে ভবিষ্যতে আরো বাংলাদেশী ছাত্রদের সাথে সুসম্পর্ক বৃদ্ধির ব্যপারে আশ্বাস দেন। এছাড়া অত্র অনুষ্ঠানে দাতব্য সংগঠন এহনা মাআক এর বোর্ড অফ ডিরেক্টর উস্তাযাহ আমানি সহ মিশরীয় ও আন্তর্জাতিক অন্যান্য সংগঠন উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন, মিশর একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন যারা, যুগ যুগ ধরে মিশরে অবস্থিত বাংলাদেশের ছাত্রদের উন্নয়নের কাজ করে যাচ্ছে।

Check Also

৯৭ হাজার শিক্ষক নিয়োগ: যত পদ শূন্য রয়েছে ততটা পছন্দ দিতে হবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল–কলেজ–মাদ্রাসা–কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের আবেদনে পদ পছন্দের ক্ষেত্রে স্পষ্টিকরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x