Friday , 3 May 2024
শিরোনাম

মানবতার জন্য কনসার্ট

সহানুভূতি 2023 হল মানবতার স্বার্থে একটি তহবিল সংগ্রহের কনসার্ট, রোটার্যাক্ট ক্লাব অফ ঢাকা অর্কিড এবং শ্যাডো দ্বারা আয়োজিত। এই ইভেন্টের লাভ বাংলাদেশের উত্তরাঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের টেকসই বাড়ি এবং অন্যান্য মৌলিক চাহিদার উন্নয়নে ব্যবহার করা হবে। অনুষ্ঠাটি ২রা জুন ,২০২৩ বসুন্ধরা আইসিসিবি হল ৪ এ অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানটি বেলা ২ ঘটিকায় শুরু হয়ে রাত ১০ টায় শেষ হবে।

অনুষ্ঠানের আয়োজক কমিটি শ্যাডো (Shadow) জানায় অনুষ্ঠানের টিকিট থেকে যা টাকা আসবে সেটি দেশের উত্তরাঞ্চলের মানুষদের টেকসই বাড়ি নিমানে ব্যয় করবে।

উক্ত অনুষ্ঠানে নয়টি জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ড যোগ দেবে।
এর মধ্য রয়েছে দেশের অন্যতম সংগীত ব্যান্ড ওয়ারফেজ, শিরোনামহীন ,আটসেল,ছাই, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, অদ্ভুত স্বাক্ষর, Golpo ,ব্লু টাচ

কনসার্টটির টিকিটের মূল্যে ধরা হয়েছে নিয়মিত: ৫৫০ টাকা
ফ্রন্টলাইন: ১০০০ টাকা (সামনের সারি অ্যাক্সেস)
ভিআইপি :১৫০০ টাকা

Check Also

মেধাবী শিশুদেরকে পুরষ্কৃত করেছে বিডি চাইল্ড ট্যালেন্ট

৭৬ জন প্রতিভাবান শিশুশিল্পীকে পুরষ্কার প্রদান করেছে সামাজিক সংগঠন বিডি চাইল্ড ট্যালেন্ট। শনিবার বিকেলে রাজধানীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x