Saturday , 27 April 2024
শিরোনাম

মানিকগঞ্জে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস

মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ: জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মানিকগঞ্জের জেলা প্রশাসকের সভাকক্ষে মুজিবনগর দিবস পালিত হয়েছে।সভায় বক্তারা ১৯৭১ সালের ১৭ই এপ্রিলে মুজিবনগর সরকারের তাৎপর্য বর্ণনা করেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. মমিন উদ্দিন খান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেল্লাল হোসেনসহ অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল সকালে মেহেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম বৈদ্যনাথতলায় শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। সৈয়দ নজরুল ইসলাম পরে তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন।

Check Also

লোকসভা নির্বাচন: ৬১ শতাংশ ভোট পড়েছে দ্বিতীয় ধাপে

ভারতে ১৮তম লোকসভা নির্বাচন চলছে। আজ শুক্রবার ছিল দেশটির দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। ১৩টি রাজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x