Friday , 26 April 2024
শিরোনাম

মালদ্বীপের শীর্ষ ব্যবসায়ীর তালিকায় বাংলাদেশের আহম্মেদ মোত্তাকী

মালদ্বীপ প্রতিনিধি :

প্রতি বছর মালদ্বীপের শীর্ষ ১০০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করা হয়। এবারও তালিকাটা প্রকাশ করেছে করপোরেট মালদ্বীপ। শীর্ষ এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয়বারের মতো স্থান পেয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আহাম্মেদ মোত্তাকীর প্রতিষ্ঠান মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপ।

স্থানীয় সময় গত মঙ্গলবার (২৯ নভেম্বর) মালদ্বীপের ক্রসরোড রিসোর্টে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে গোল্ড হান্ড্রেড গালা বিজনেস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, শ্রীলঙ্কার ডেপুটি হাইকমিশনার কে এসএ, মালদ্বীপে ভারতের হাইকমিশনার।

প্রধান অতিথি মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রশংসা করেন। তিনি শীর্ষ ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় মিয়াঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আহাম্মেদ মোত্তাকীর হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদ।

Check Also

থাইল্যান্ডের রাজা-রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x