Sunday , 5 May 2024
শিরোনাম

মুক্তিযোদ্ধার সন্তান ঐক্য প্লাটফর্মের কেন্দ্রীয় কমিটিতে ‘নির্বাহী সদস্য’হলেন শাহিন আখঞ্জি”।

মুরাদ মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধি

সংগঠন যার যার,ঐক্য প্লাটফর্ম সবার” -এ স্লোগানকে সামনে রেখে, মুক্তি যোদ্ধের চেতনাকে, বুকে ধারণ করে,স্বাধীনতার সুনাম অক্ষুণ্ণ রক্ষায়,
বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সমন্বয়ে গঠিত,
বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান ঐক্য প্লাটফর্ম কেন্দ্রীয় কমিটি” আর এই কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহীন আখঞ্জী।

গত ২৭/১২/ ২০২২ইং তারিখে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান ঐক্য প্লাটফর্ম কেন্দ্রীয় কার্যালয়, ঢাকার রানাভোলা বাড়ি নং-৭১’র উত্তরার অফিসে,,সংগঠনের অফিসিয়াল প্যাডে স্বাক্ষর করেন,, বাংলাদেশ মুক্তি যোদ্ধার সন্তান ঐক্য প্লাটফর্ম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শামীম বিশ্বাস ও সংগঠনের প্রধান উপদেষ্টা সরদার নাজিম উদ্দীন আহমেদ গেরিলা।

শাহীন আখঞ্জীকে’ নির্বাহী সদস্য নির্বাচিত করায়,, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টাকে প্রাণ ঢালা অভিনন্দন ও শতবার শুভেচ্ছা জানিয়েছেন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোতাহার হোসেন আখঞ্জী শামীম,তাহিরপুর উপজেলা কৃষক লীগের লীগের সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান,আওয়ামী লীগ নেতা সানজব উস্তার, (সাংবাদিক) মুরাদ মিয়া,(সাংবাদিক) আহম্মদ কবির, বীর পরিবারের সন্তান ‘(সাংবাদিক)’ শামছুল আলম আখঞ্জী (টিটু) আওয়ামী লীগ নেতা ময়না মিয়া তালুকদার, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নূরুল ইসলাম, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানিক পাল, যুবলীগ নেতা লাল শাহ্ সহ তার
অনেক শুভাকাঙ্ক্ষী বৃন্দ।নব্য’ বাংলাদেশ মুক্তি যোদ্ধার সন্তাস ঐক্য প্লাটফর্ম কেন্দ্রীয় কমিটির ’’নির্বাহী সদস্য শাহীন আখঞ্জী। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আখঞ্জী’র বড় সন্তান। তার পিতা: মরহুম নিজাম উদ্দিন আখঞ্জী (পীর সাহেব)।

নির্বাহী সদস্য শাহীন আখঞ্জী বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ডাকে, সাড়া দিয়ে আমার জন্মদাতা পিতা:জীবন বাজী রেখে রণাঙ্গনে গিয়ে,দেশমাতৃকার সম্মান রক্ষা করে, বিজয়ের নিশান, লাল সবুজের পতাকা উদীয়মান করেন।কোনো বিনিময়ে নয়,দেশ প্রেম আছে বলেই,জীবন বাজি ধরেছিলেন। আর, আমি সেই বাবার সন্তান হিসেবে গর্ববোধ করি বাংলায়। তাই,,জাতির জনক শেখ মুজিবুর রহমান এর আদর্শ, বুকে ধারণ করে,জাতির জনক শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা,বাস্তবে রুপ নেওয়ার লক্ষে, সুবিধা বঞ্চিত হয়েও, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে পথ চলি। বিনিময়ে কিছু চাইনি,, চাওয়ার চেয়ে,অনেক পেয়েছি,,আমি দেশ-প্রেমিকের সন্তান হিসাবে গর্ববোধ করি।সংগঠনের সকল নিয়ম নীতি অনুসরণ করে চলব। আর যারা আমাকে এই পদায়ন দিয়েছেন, তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ছোট করব না। তারা সারাজীবন আমার মনির মনিকোঠায় অমর হয়ে থাকবেন।

Check Also

ক্লাস শুরু রোববার: মানতে হবে যেসব নির্দেশনা

সারা দেশে রোববার (৫ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x