Monday , 29 April 2024
শিরোনাম

ময়মনসিংহের হালুয়াঘাটে ধানক্ষেতে হাতি তাড়াতে গিয়ে পায়ের নিচে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহ জেলা: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ফরজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে ।

 

শনিবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরজুল ইসলাম ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

 

গাজিরভিটা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বলেন, কৃষক ফরজুল ধানচাষ করেন। ঐ দিন বিকেলে পাহাড় থেকে হাতির পাল নেমে ধানের ক্ষতি করছিল। ফরজুল হক স্থানীয় কয়েকজনকে নিয়ে হাতি তাড়াতে যান। একপর্যায়ে হাতি উল্টো তাদের তাড়া করে। হাতির তাড়ায় অন্যরা পালিয়ে বাঁচতে পারলেও হাতির পালের পায়ের নিচে পড়ে পিষ্ট হন ফরজুল। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

 

হালুয়াঘাট মডেল থানার ওসি ( অফিসার ইনচার্জ ) ওসি শাহীনুজ্জামান খান ঘটনার এ তথ্য নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এর আগে ১৯ এপ্রিল পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে সুমন মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়।

Check Also

তীব্র গরমে পাঁচ জেলায় ছয়জনের মৃত্যু

তীব্র তাপপ্রবাহ অব্যাহত। প্রচণ্ড তাপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। হিটস্ট্রোকে মারা যাচ্ছে মানুষ। আজ রোববার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x