Saturday , 27 April 2024
শিরোনাম

রমজানে আল-আকসায় ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ

আল-আকসায় পবিত্র রমজান মাসে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইলি সরকার। ওই এলাকায় সহিংসতা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ২২শে এপ্রিল থেকে আগামি ১লা মে পর্যন্ত সেখানে ইহুদিরা প্রবেশ করতে পারবেন না। এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে জানানো হয়, উত্তেজনার মধ্যেই ইসরাইলের ডানপন্থী এমপি ইতামার বেন গাভির বুধবার ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে এটি উস্কানি সৃষ্টি করতে পারে ভেবে শেষ পর্যন্ত তাকে কোনো জনসমাবেশ করতে দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ। এছাড়া তাকে মুসলিমদের এলাকায় প্রবেশও করতে দেয়া হয়নি।

ইসরাইলি প্রধানমন্ত্রী নাফটালি বেনেট বলেন, রাজনীতির কারণে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলার কোনো ইচ্ছা আমার নেই।

ইসরাইলি বাহিনী এমনিতেই ব্যস্ত রয়েছে, বেন গাভিরকে সেই ব্যবস্থা আরও বাড়াতে দেয়া হবে না। সম্প্রতি টেম্পল মাউন্ট এলাকায় আবারও উত্তেজনা দেখা দেয়। ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে পাথর জড়ো করছে এমন খবর পেয়ে তাতে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরকম অবস্থায় ইহুদিদের প্রার্থনার জন্য ওই এলাকায় প্রবেশ নতুন করে উত্তেজনা বাড়াবে বলে আশঙ্কা রয়েছে। এরইপ্রেক্ষিতে রমজান মাসে ইহুদিদের জন্য আল-আকসা এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইল।

Check Also

লোকসভা নির্বাচন: ৬১ শতাংশ ভোট পড়েছে দ্বিতীয় ধাপে

ভারতে ১৮তম লোকসভা নির্বাচন চলছে। আজ শুক্রবার ছিল দেশটির দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। ১৩টি রাজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x