Tuesday , 7 May 2024
শিরোনাম

রাউজানে পৃথক অভিযানে১৬০লিটার পাহাড়ি চোলাই মদসহ গ্রেপ্তার চার

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় পৃথক পৃথক অভিযানে ১৬০ লিটার পাহাড়ি চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার ভোর সাড়ে ৫ টার সময়ে এক গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার এস আই জয়নাল আবেদীনের নেতৃত্বে চট্টগ্রাম কাপ্তাই সড়কস্থ নোয়াপাড়া পথেরহাট বাজার মার্কেন্টাইল ব্যাংকের সামনে থেকে একটি সিএনজি অটোরিক্সাসহ এক -পুরুষ ও দু”নারীকে গ্রেপ্তার করা হয়।এসময় তাদের তল্লাশি করে ১২০ লিটার পাহাড়ি চোলাই মদ উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হচ্ছে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী আদিলপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম(৫০), তার মেয়ে উর্মি আকতার(২৫) ও একই এলাকার মৃত আবুল কালামের পুত্র মোঃ বেলাল(৩৭)।পুলিশ জানান ১ নং আসামি ফরিদা বেগমের বিরুদ্ধে সিএমপি কোতোয়ালি, ডবলমুরিং, চান্দগাঁও থানা সহ রাউজান, রাঙ্গুনিয়া থানায় ১০ টি মাদক মামলা রয়েছে।সে একজন মূলত পেশাদার মাদক ব্যবসায়ী।অপরদিকে এস আই খোরশেদ আলমের নেতৃত্বে উপজেলা হলদিয়া ইউনিয়নের চৌধুরী বটতলের সামনে থেকে১টি হিরো গ্ল্যামার মোটর সাইকেল (রেজিঃ নং চট্রমেট্রো -হ-১২-৩০৯০)সহ সুকুমার চন্দ্র প্রকাশ লাতু(৫২)কে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক করা হয়েছে।সেই উপজেলার হলদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর সর্তা এলাকার মৃত বিমল চন্দ্রের পুত্র।রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন পৃথক অভিযান চালিয়ে ১৬০ লিটার পাহাড়ি চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আসামিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু শেষে ২৩ জুলাই শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

গ্রামে লোডশেডিং না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামাঞ্চলে লোডশেডিং না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরেও যাতে লোডশেডিং না হয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x