Tuesday , 7 May 2024
শিরোনাম

রাউজানে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও বরকে ২০ হাজার টাকা জরিমানা

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ করে জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন। ১৩ অক্টোবর বৃহস্পতিবার পূর্বগুজরা ইউনিয়নের এন এস কমিউনিটি সেন্টারে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এই বাল্য বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার। বর ও কনে দুইজন উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের । জানা যায়, স্কুল পড়ুয়া দশম শ্রেণির ছাত্রী শিমলা আক্তারের সাথে একই এলাকার মোরশেদুল আলমের বিবাহের আয়োজন চলছিল কমিউনিটি সেন্টারে। সেখানে নির্বাহী অফিসার উপস্থিত হয়ে বর মোঃ মোরশেদুল আলমকে বিশ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার জানান, মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার সংবাদ পেয়ে তৎক্ষণাৎ স্থানীয় পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহম্মদকে সাথে নিয়ে বিবাহ বন্ধ করে দিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না মর্মে অভিভাবক থেকে অঙ্গীকারনামা নেয়া হয়েছে। বিবাহের বর ভবিষ্যতে আর কোন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করবে না মর্মে মুচলেখা দেন।

Check Also

ভারতে তৃতীয় দফায় লোকসভার ভোটগ্রহণ চলছে

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x