Thursday , 9 May 2024
শিরোনাম

রাঙ্গুনিয়া রাজানগর ওয়ার্ড ছাত্রলীগ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের আওতাধীন ১,২ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩নভেম্বর) বিকালে বগাবিলী উচ্চ-বিদ্যালয় মাঠে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক নাজমুল হক সিপাত’র সভাপতি প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু।

 

সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মো.সাব্বির হোসেন মুন্না’র সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী রাব্বি, প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান।

 

বিশেষ অতিথির ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী শাহ, উপজেলা আ.লীগের প্রভাবশালী সদস্য রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গী, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ডা.মুহাম্মদ হাসান, সহ-সভাপতি ইউছুপ মাতব্বর, সাধারণ সম্পাদক এম আবু জাফর তালুকদার, আ.লীগ নেতা শামসুল আলম, মাস্টার মোহাম্মদ গোফরান উদ্দিন, হাবিবুর রহমান সবু, হোসেন মেম্বার, সিদ্দিক আহমদ, নুরুন্নবী।

 

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম তুহিন, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ, সাধারণ সম্পাদক সামিউল হাসান জজ, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত তালুকদার, ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল ইসলাম রানা, ডা. সানি বড়ুয়া, ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন রনা, তাঁতীলীগ নেতা নবী আলম, ইসলামপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সিকদার রাজু, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মহিউদ্দিন চিশতি জামিল, রাজানগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ মোহসীন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক, ওসমান তালুকদার, মুক্তার হোসেন, জাহেদুল ইসলাম পলাশ, নজরুল ইসলাম, জুয়েল, প্রমুখ।

 

রাজানগর ১, ২ও ৩নং ওয়ার্ড সম্মেলনে সভাপতি পদে ৭জন ও সাধারণ সম্পাদক পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলন জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এদিকে শুরুতে সভাপতির ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে একের পর এক সম্মেলনের স্থলে প্রবেশ করলে সম্মেলন স্থল কানায় কানায় পূর্ণ হয়। প্রার্থীদের সমর্থকরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে তুলে সম্মেলনাস্থল।

Check Also

প্রধানমন্ত্রীর নিকট ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ ও মিল্কিং মেশিন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: আজ ০৯ মে বৃহস্পতিবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব মোঃ আব্দুর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x