Monday , 6 May 2024
শিরোনাম

রাজধানীতে বৃদ্ধ ভিক্ষুকই ধরিয়ে দিল ছিনতাইকারী!

ইসমাইল আশরাফ/ঢাকাঃ

আজ সন্ধ্যায় তরুণীর স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় সবুজ(৩৬) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার ৩নং সেক্টরের কুশল সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ছিনতাইকারী সবুজ পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানায়।।

ছিনতাইকারী সবুজ পালানোর সময় বাবর মিয়া(৬৫) নামের এক ভিক্ষুকের লাঠির আঘাতে পড়ে যায় এবং বৃদ্ধ ভিক্ষুক বাবর আলী তাকে জাপটে ধরে আটকে ফেলেন। ভিক্ষুক বাবর মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনরগর উপজেলায়। তার পিতার নাম তনু শেখ।।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মহসীন ‘বাংলা ৫২ নিউজকে’কে বলেন- ভুক্তভোগী আঁখি মনি সিভা উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। আজ অফিস শেষে বাড়ি ফেরার পথে উত্তরা ৩নং সেক্টরের কুশল সেন্টারের সামনে তার গলার চেইন টান দিয়ে দৌঁড় দেয় সবুজ নামের এক ছিনতাইকারী। আঁখি মনি সিভা চিৎকার করলে আশেপাশের লোকজন সবুজের পিছু নেয়। এসময় সেখানে ভিক্ষা করছিলেন বাবর মিয়া। সবুজকে পালাতে দেখে তিনি পথরোধ করেন এবং হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেন ও জাপটে ধরেন। পরে আশেপাশের লোকসহ তাকে পুলিশে সোপর্দ করেন। পুলিশের ভয়ে সবুজ সেই চেইন গিলে ফেলে। পরে আবার বমি করে সেই চেইন উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, বৃদ্ধ ভিক্ষুক বাবর আলীকে তার সাহসিকতার দৃষ্টান্ত স্বরূপ উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকে ওসি মোহাম্মদ মহসিন উপহার প্রদান করেন।।

Check Also

টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষে মত বিনিময়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি৷

টিভিএন ২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি করেন বঙ্গবন্ধু পরিষদ কাতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x