Friday , 26 April 2024
শিরোনাম

শাহজাদপুর অজ্ঞাত রোগে আট গরুর মৃত্যু

রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ শাহজাদপুরে অজ্ঞাত রোগে একটি খামারের ৮টি গরু মাঝে ৮টি গরুই মারা গেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফার্মটির ৮টি গরু মারা যায়। ৮ টি গরুর সর্বনিম্ম বাজার মূল্য প্রায় ১৮-২০লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলা পোতাজিয়া ইউনিয়সের সরকারপাড়া গ্রামের মৃত জুলমত শেখের ছেলে হাজী আব্দুর রহমান(রহম) এর খামারে। অজ্ঞাত রোগে হঠাৎ ফার্মশূন্য হয়ে গরুগুলো মারা যাওয়ায় মালিক কৃষক রহম এ পরিবার এখন নিস্ব ও দিশাহারা হয়ে পড়েছে। খামারীর মালিক জানায়, প্রতিদিনের মত সকালে গরুর খাবার দেওয়ার পর থেকে গরুগুলো কাঁপতে থাকে এবং কাঁপতে কাঁপতে শুয়ে পরে তারপর মারা যায়, আমি চেষ্টার কোন ক্রটি করি নাই অবলা পশুগুলোকে বাচাতে কিন্তু সোমবার সকাল ৮ টার থেকে শুরু করে একের পর ২ থেকে ৩ ঘন্টার ব্যবধানে আমার গরুগুলো মারা যায়। এদিকে কী কারণে হঠাৎ ফার্মের গরু মারা গেল তা নির্ণয় করতে সোমবার রাত প্রায় ১১টার দিকে তদন্ত ও পরীক্ষা করার জন্য উপজেলা প্রাণিসম্পদ বিভাগের একটি টিমকে কাজ করতে দেখা গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় গরুগুলোর মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। খামারীর ফার্মটি প্ররিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, পরিদর্শন কালে তিনি বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ খামারীকে যথাসাধ্য সহযোগীতা করা হবে এবং একটি তদন্ত টিম গঠন করে কেন গরুগুলো হঠাৎ মারা গেলো তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Check Also

থাইল্যান্ডের রাজা-রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x