Saturday , 27 April 2024
শিরোনাম

রাণীশংকৈলে আগুনে ক্ষতিগ্রস্ত  ১৯ পরিবার  ঢেউটিন পেল।

আনোয়ারুল ইসলাম,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের বাবুরিয়া গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবার ঢেউটিন পেল।  উপজেলা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ২৮ মার্চ  সরকারি ত্রাণ তহবিল থেকে ওই পরিবারগুলোকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ১(এক) বান্ডিল করে ঢেউটিন দেয়া হয়।
এসময় সেখানে  উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা  নির্বাহী অফিসার রকিবুল হাসান,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, সহকারি কর্মকর্তা শাহনেওয়াজ, উপকারভোগী ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ১২ মার্চ রাতে উপজেলার বাবুরিয়া গ্রামের ১৯টি পরিবারের ঘরবাড়ি মালামালসহ পুড়ে যায়।

Check Also

রাণীশংকৈলে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে অনাবৃষ্টি ও প্রচন্ড গরমে জনজীবন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x