Saturday , 27 April 2024
শিরোনাম

রাণীশংকৈলে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরণ 

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর কৃষকদের মাঝে চলতি রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড( এস এল-৮) ও বোরো উচ্চ ফলনশীল(উফসী)জাতের ধানবীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১টায় কৃষি অফিস প্রাঙ্গণে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শরৎচন্দ্র রায়, আবুল কাসেম, সফিকুল ইসলাম ও আব্দুল বারী। এছাড়াও কৃষি সম্প্রসারণ অফিসার সাবের আলম, সহ-কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রহিম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ও ফারুক আহমেদসহ সাংবাদিক  ও কৃষকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ। প্রধান অতিথি ও সভাপতি শুভেচ্ছা বক্তব্য দেন। পরে ১২৯০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫ কেজি করে উফসী ধানবীজ ও ১০ কেজি করে ড্যাপ ও ১০ কেজি করে মপ সার দেয়া হয়। এই সাথে ৩০৭০ জনকে হাইব্রিড জাতের ২ কেজি করে বীজ দেয়া হয়।

Check Also

লোকসভা নির্বাচন: ৬১ শতাংশ ভোট পড়েছে দ্বিতীয় ধাপে

ভারতে ১৮তম লোকসভা নির্বাচন চলছে। আজ শুক্রবার ছিল দেশটির দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। ১৩টি রাজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x