Sunday , 28 April 2024
শিরোনাম

রেললাইনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন পড়ে ট্রেন চলাচল বন্ধ

কারওয়ান বাজার ও মগবাজার এলাকার রেললাইনের উপর নির্মাণ করা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সেখানে প্রকল্পের কাজ করতে গিয়ে রেললাইনের উপর ক্রেন পড়ে যায়। এতে ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ অংশে ট্রেন চলাচল প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল। পরে ক্রেনটি সরিয়ে নেয়ায় আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।

তিনি বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ক্রেনটি সরিয়ে নেয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হয়।’

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেন ফেরদৌস আহমেদ বিশ্বাস।

এর আগে, গত বছরের ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছিল। ওইসময় ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিল।

Check Also

ঢাকায় গরমে রিকশা চালানোর সময় চালকের মৃত্যু

প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে আব্দুল আউয়াল (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x