Monday , 6 May 2024
শিরোনাম

লালমনিরহাটে হত্যা মামলায় ৩জনের যাবজ্জীবন

লালমনিরহাটে হত্যা মামলায় ৩জনের যাবজ্জীবন 

 

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ 

লালমনিরহাটে অটোরিক্সা চালক সাহাদাত হোসেন হত্যা মামলায় ৩জন আাসামীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে লালমনিরহাট আদালত। মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, জেলার কালীগঞ্জ উপজেলার খালিশা মদাতী এলাকার আমিরুল ইসলামের ছেলে শামীম হাসান, একই উপজেলার কিশমত মদাতী এলাকার আজিজার রহমানের ছেলে সুজন মিয়া ও উপজেলার পূর্ব পাড়া গ্রামের হাবিবুল্লাহ এর ছেলে সোহাগ ইসলাম।

জানাগেছে, গত ২০২০ সালের সেপ্টেম্বর আসামী শামীম হাসান, সুজন মিয়া ও সোহাগ ইসলাম পরস্পর যোগ সাজসে সাহাদাত হোসেনের অটোরিকশা ভাড়া নিয়ে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে। পরে রাত ৯টায় অটোরিকশা চালক সাহাদাতকে অজ্ঞাত স্থানে নিয়ে কোমল পানির কথা বলে বোতলের পানির সাথে মিশিয়ে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে গলা কেটে হত্যা করে। পরে লাশ ধান ক্ষেত্রে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে যায়।

এঘটনায় পরদিন শহরের হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা নিহত সাহাদতের মা সাহিদা বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় অজ্ঞাত নামা এজাহার দায়ের করেন। পরে সদর থানা পুলিশ অটোরিকশা উদ্ধার করে এবং আসামীদের গ্রেফতার করে।

লালমনিরহাট আদালতের পিপি আকমল হোসেন আহমেদ জানান, গত দুই বছর এই মামলায় ১২জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শোনানি শেষে অভিযুক্ত ৩জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয় আদালত। এ রায়ে মামলার বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

Check Also

টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষে মত বিনিময়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি৷

টিভিএন ২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি করেন বঙ্গবন্ধু পরিষদ কাতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x