Monday , 6 May 2024
শিরোনাম

লিজ ট্রাসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতি, অর্থনীতি ও কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার নিয়োগ আপনার দেশকে উন্নতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের আস্থা ও আস্থার সাক্ষ্য।

শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেন, ‘গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও সহনশীলতার মূল্যবোধের ওপর ভিত্তি করে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে উঠেছে।’

বাণিজ্য, বিনিয়োগ, টেকসই উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেন এবং তা উত্তরোত্তর বাড়বে বলে আশা প্রকাশ করেন। এছাড়াও তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিজ ট্রাস। এর মাধ্যমে বরিস জনসনের স্থলাভিষিক্ত হবেন এতদিন ধরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা ট্রাস। ৫ সেপ্টেম্বর লিজ ট্রাসকে ক্ষমতাসীন কনসার্ভেটিভ পার্টির নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।

Check Also

‘সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’

সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x