Sunday , 28 April 2024
শিরোনাম

লিটনকে বাদ দেয়া নিয়ে যা ব্যাখা দিল বিসিবি

চলছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সিরিজের তৃতীয় ওয়ানডেকে সামনে রেখে দল সাজাচ্ছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে থাকছে না ব্যাটার লিটন দাস। তার পরিবর্তে মিডল অর্ডারে শক্তি বাড়াতে দলে যোগ করা হয়েছে জাকের আলী অনিককে। সিলেটে লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬৮ রানের অসাধারণ ইনিংস খেলেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।

কী কারণে লিটন বাদ পড়েছেন এবং কেন জাকেরকে দলে নেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটনের বাদ পড়া নিয়ে তিনি বলেছেন, ‘নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে রাখছি না। আপনারা জানেন, লিটন কুমারের পরও দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল এনামুল হক বিজয় এবং তানজিদ হাসান তামিমকে। যাঁরা ওপেনিং করতে পারেন, তাঁরা ওপেনিং ভূমিকায় খেলে থাকেন। সৌম্য সরকার—আরেকজন ওপেনার আছে।’

লিটনের পরিবর্তে আগামী পরশু চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওপেনিংয়ে সৌম্যের সঙ্গী কে হবেন—সেই প্রসঙ্গে লিপু বলেছেন, ‘লিটন দাসকে আমরা যখন অন্তর্ভুক্ত করলাম না তখন স্বাভাবিকভাবে সে জায়গাটাতে আর নতুন করে কোনো ওপেনার অন্তর্ভুক্ত করছি না। কারণ, ইতিমধ্যে দুটো বিকল্প তো আছে, যার মধ্য থেকে একটি কোচ ও অধিনায়ককে বেছে নিতে হবে।’

বিপিএলে দারুণ পারফরম্যান্সে জাতীয় দলে ডাক পান জাকের আলী। টি-টোয়েন্টিতে অভিষেকেই দারুণ ইনিংস খেলেন তিনি। তাঁকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তা বিসিবির। মিডল অর্ডারে জাকেরকে ব্যবহার করতে চান লিপু, যার কারণে তাঁকে দলে অন্তর্ভুক্তির কারণ। দলে মিডল অর্ডারে যে গ্যাপ সেটা মেটাতে জাকেরকে দলে নেওয়া বললেন বিসিবির প্রধান নির্বাচক, ‘এই নির্বাচন প্রক্রিয়ায় নিঃসন্দেহে কোচ ও অধিনায়কের মতামত নিয়েছি। আমরা দেখেছি, লিটন দাসের পরিবর্তে মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়…কারণ, মিডল অর্ডারে যে গ্যাপ আছে, সেখানে আমরা জাকের আলী অনিককে মনে করেছি তিনি এ জায়গায় যথার্থ হবেন। তিনি সাদা বলে টি-টোয়েন্টি খেলেছেন, রান করেছেন। এখন ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, সেখানেও তিনি রান করেছেন। তিনি একাধিক ভূমিকায় খেলতে পারেন। মিডল অর্ডারেও ওপরের দিকে খেলতে পারেন আবার ফিনিশারের দায়িত্বটাও পালন করতে পারেন।’

লিপু আরও বলেছেন, ‘আজকাল ক্রিকেটে কানকাশনের একটা ঝুঁকি থাকে। সে কারণে, একটা “সফ্ট কুশন” দেয়ার জন্য আমরা মনে করেছি, লিটনের পরিবর্তে জাকেরকে সংযোজন করলে দলের ভারসাম্য অনেক ভালো থাকবে। কারণ, তৃতীয় ম্যাচটা দিবারাত্রির হচ্ছে না। এটা সকাল ১০টায় শুরু হচ্ছে। মানে পুরো দিনের ম্যাচ। সেই আলোকে আমরা মনে করছি, জাকের আলী এ জায়গা তার প্রাপ্য।’

Check Also

বিশ্ব রেকর্ড গড়ে জিতল পাঞ্জাব

এতদিন শাহরুখ খান আর প্রীতি জিনতার জন্য ‘বীর-জারার’ লড়াই বলেই পরিচিত ছিল ম্যাচ। এবার ইতিহাসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x