শহীদদের স্মরণে সবুজে ঢাকা, গাছ বিতরণ করলো রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিল
ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টার।।
জুলাই মাসের শহীদদের স্মরণে সদকায়ে জারিয়া হিসেবে ব্যতিক্রমী এক পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রিপাবলিক পার্টির ছাত্রসংগঠন রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৩০ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে কর্মসূচির অংশ হিসেবে শতাধিক চারাগাছ বিতরণ করা হয় সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কিছু স্থানে ছায়াদানকারী ও ফলদ গাছ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপাবলিক পার্টির কেন্দ্রীয় সভাপতি লে:কমান্ডার (অব.) মো: মেহেদী হাসান,যুগ্ম-সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন ইউনুস,ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) রাকিবুল প্রমুখ।
এসময় বাংলাদেশ রিপাবলিক পার্টির কেন্দ্রীয় সভাপতি লে:কমান্ডার (অব.) মো: মেহেদী হাসান বলেন,জুলাই মাসের শহীদরা আমাদের ইতিহাসের অমূল্য সম্পদ। তাঁদের স্মরণে আমরা চেয়েছি এমন কিছু করতে যা পরিবেশ ও সমাজের উপকারে আসবে। গাছ একটি সদকায়ে জারিয়া, যা বহু বছর ধরে মানুষের উপকার করে যাবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা গাছ গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।
রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিল জানায়, ভবিষ্যতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এমন বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে।