Monday , 6 May 2024
শিরোনাম

শ্রীনগরে আদালতে মামলা থাকাবস্থায় সম্পত্তি’র সাইনবোর্ড সরাতে হুমকি ধামকির অভিযোগ ।

মুন্সিগঞ্জ প্রতিনিধি  :

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা মোকদ্দমা চলমান থাকাবস্থায় সম্পত্তিতে থাকা সাইনবোর্ড সরিয়ে নিতে বাদীপক্ষকে হুমকি ধামকির অভিযোগ উঠেছে মামলার বিবাদীপক্ষ আহাম্মদ আব্দুল্লাহ বাহার চৌধুরীগংয়ের বিরুদ্ধে। গত বুধবার(২৬ অক্টোম্বর) বিকেলে উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেজগাঁও এলাকার নালিশীতে সম্পত্তিতে এই ঘটনা ঘটে। এতে বাদীপক্ষ কোন সহায়তা না পেয়ে আতংকে দিনযাপন করছে।

দেওয়ানী মামলা সূত্রে জানা যায়, বাদীপক্ষ মোঃ রিপন চৌধুরীগং উপজেলার পাটাভোগ ইউনিয়নের ছোট বেজগাঁও সাবেক ১২৯ হালে ৩৪ নং মৌজাস্থিত সিএস ২৬২,২৬৩ এসএ ২০৫,২০৬,২০৮ আরএস২১৫,১২৬,৭১,২৪,২৪, ২১৫ খতিয়ানভুক্ত সিএস/এসএ ৩৭৭,৩৭৬ ও আরএস ৫৬৫ দাগের ১৫৩ শতাংশ সম্পত্তি হতে ৫১ শতাংশ নাল জমি এবং ৫৬৬ দাগের ৯৮ শতাংশ হতে ৩২.৬৬ শতাংশ পুকুর মোট ৮৩.৬৬ শতাংশ জমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক। একই ইউনিয়নের বাসাইলভোগ এলাকার মৃত গোলাম সাবের চৌধুরী ওরফে ছামছদ্দিন আহম্মদের ছেলে আহাম্মদ আব্দুল্লাহ বাহার চৌধুরীগং বাদীপক্ষের প্রাপ্ত ওয়ারিশ সম্পত্তি না দিয়ে তালবাহনা করে আসছে। বাদীপক্ষ তার পিতা আঃ কাশেম চৌধুরীর নাম বিগত এসএ ও আরএস রেকর্ডে না আসায় ভুল ও অশুদ্ধ অর্থ্যাৎ রেকর্ড সংশোধন ও বন্টননামার জন্য বিজ্ঞ যুগ্ম জেলা ২য় আদালত,  মুন্সিগঞ্জে আহাম্মদ আব্দুল্লাহ বাহার চৌধুরীগংদের বিবাদীপক্ষ করে দেওয়ানী মোকদ্দমা নং-২৬০/২২ দায়ের করেন। বাদীপক্ষের প্রাপ্ত সম্পত্তিতে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান থাকাবস্থায় একটি সাইনবোর্ড ঘটনার দিন গেল বুধবার বিবাদী পক্ষ আহাম্মদ আব্দুল্লাহ বাহার চৌধুরীগং অজ্ঞাতনামা আরো লোকজন নিয়ে উক্ত সাইনবোর্ড সরিয়ে নিতে বাদীপক্ষকে নানা প্রকার ভয়ভীতিসহ হুমকি ধামকি দিয়ে আসছে। এতে বাদীপক্ষ চরম আতংকে দিনযাপন করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিবাদীপক্ষ গং নালিশী পুরো সম্পত্তি অবৈধ ভাবে ট্রাকের বালি এনে পুকুরসহ ভরাট করছেন। এতে বাদী পক্ষ নিষেধ করলে তারা ভরাট কাজ অব্যাহত রাখেন। এব্যাপারে জানতে বিবাদীপক্ষ আহাম্মদ আব্দুল্লাহ বাহার চৌধুরী’র ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।

Check Also

‘সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’

সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x