Monday , 6 May 2024
শিরোনাম

সন্ত্রাসী গ্রুপের হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন কর্মসূচী করেছে ত্রিপুরা জনগোষ্ঠী

মুহাম্মদ আলী স্টাফ রিপোর্টার: রাঙামাটির বিলাইছড়িতে কুকিচিন সন্ত্রাসী গ্রুপের হামলায় বান্দরবানে মানববন্ধন কর্মসূচী করেছে ত্রিপুরা জনগোষ্ঠীরা। রোববার সকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ (বিটিকেএস) উদ্যোগে রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাসনাল আর্মি ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীর হামলায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে ত্রিপুরা সংসদ ছাড়াও ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার শতশত লোকজন অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,ত্রিপুরা সংসদের উপদেষ্টা দেনদোহা ত্রিপুরা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মানবাঅধিকার কর্মী সত্যহা পাঞ্জী ত্রিপুরা,সাবেক সদস্য ফিলিপ ত্রিপুরা, মানবাঅধিকারকর্মী গার্বিয়াল ত্রিপুরা প্রমুখ।

প্রসঙ্গতঃ গত ২১জুন বিলাইছড়ির বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাসনাল আর্মি ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীরা গুলি করে ৩ জনকে হত্যা এবং ২ শিশু গুলিবিদ্ধ হয়। সন্ত্রাসীদের হুমকিতে বড়থলি ইউনিয়নের তিনটি পাড়ার ৯২টি পরিবার গ্রাম ছেড়ে বান্দরবানে পালিয়ে এসে আশ্রয় নেয়।

Check Also

‘সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’

সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x