Sunday , 28 April 2024
শিরোনাম

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় রাণীশংকৈলের সাগরিকা পাকা বাড়ি পাচ্ছেন।

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। সাফ অনুর্ধ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গি গ্রামের দরিদ্র বাবা লিটন আলী ও মা আঞ্জুমান আরা বেগমের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সাগরিকাকে তাদের কাঁচা বাড়ির জমিতে একটি পাকা ঘর তৈরি করে দিচ্ছেন রাণীশংকৈল উপজেলা প্রশাসন। এ উপলক্ষে রবিবার ১৭ মার্চ দুপুরে সাগরিকার ঘর নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

এসময় ইউএনও রকিবুল হাসান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, রাঙাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পিআইও স্যামুয়েল মার্ডি, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ও হবিবর রহমান, সাগরিকার বাবা-মা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের অর্থায়নে ও প্রশাসনের সহযোগিতায় এ ঘর তৈরি করে দেয়া হচ্ছে মর্মে ইউএনও জানান।

Check Also

রাণীশংকৈলে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে অনাবৃষ্টি ও প্রচন্ড গরমে জনজীবন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x