Monday , 6 May 2024
শিরোনাম

স্ক্র্যাচিং এর মাধ্যমে শিক্ষার্থীরা কী শিখবে—

খুব সম্প্রতি প্রাথমিক বিজ্ঞ্যান বইতে যুক্ত হয়েছে স্ক্র্যাচিং।সম্পুর্ণ নতুন একটি কনসেপশন ।তাই শিক্ষক অভিভাবক সবার মনেই প্রশ্ন বাচ্চারা কি শিখবে স্ক্র্যাচিং এর মাধ্যমে।আপনি যদি মনে করেন আপনার শিশুর লজিক শিখার প্রয়োজন আছে,সিস্টেমেটিক ওয়েতে চলার অভ্যাসের প্রয়োজন আছে তাহলে স্ক্র্যাচিং এর ও প্রয়োজন আছে।আসলে স্ক্র্যাচিং এ শিক্ষার্থীরা ব্লক টেনে টেনে লজিক অনুসরন করে নতুন কিছু তৈরি করা শিখে।সেটা হতে পারে একটা গেমস,কিংবা কার্টুন।স্ক্র্যাচিং কে শিক্ষার্থীরা খুব সহজেই নিতে পারে কারন আমাদের শিশুরা এমনিতেই ডিভাইস এর প্রতি খুব ইন্টারেস্টেড।তারা মোবাইলে গেমস খেলতে,কার্টুন দেখতে খুব ভালোবাসে।তাদের এই ইন্টেরেস্টকে পজিটিভ কাজে ব্যাবহার করার উপায় হতে পারে স্ক্র্যাচিং।এতদিন তারা যে গেমস খেলতো মোবাইলে বা কম্পিঊটারে আজ যদি তারা সেই গেমস তৈরি করা শিখে তাহলে বিষয়টি তাদের কাছে অবশ্যই খুবই মজার হবে।স্ক্র্যাচিং শিশুর মনের চিন্তাশক্তি বৃদ্ধি করে তার কল্পনা শক্তি জাগ্রত করে তাকে নতুন কিছু জানার জন্য কৌতুহলী করে তুলবে।তৈরি করবে নতুন নতুন প্রজেক্ট।আমাদের স্কুল্গুলোতে পর্যাপ্ত পরিমানে ডিভাইস নেই।আমরা চাইলেও তাদেরকে পারিনা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত করতে। তাই কতৃপক্ষ স্ক্র্যাচিং এর মোবাইল ভার্সন Scratch jr(scratch junior) বের করেছে। আমরা যদি প্লে স্টোর থেকে আপস টি ইন্সটল করে নেই তাহলে আমাদের শিশুরা সহজেই পরিচিত হতে পারবে স্ক্র্যাচিং এর সাথে ।কাটিয়ে উঠতে পারবে স্ক্র্যাচভীতি।

সুখিনূর আক্তার
সহকারী শিক্ষক
৫ নং উয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
লৌহজং ,মুন্সীগঞ্জ।

https://play.google.com/store/apps/details?id=org.scratchjr.android

ScratchJr – Apps on Google Play

Check Also

‘সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’

সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x