Wednesday , 8 May 2024
শিরোনাম

৩০ এপ্রিল পর্যন্ত সাকিবের ছুটি মঞ্জুর

শারীরিক ও মানসিকভাবে এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে তৈরি নন বলে জানিয়েছিলেন সাকিব আল হাসান। আপাতত ব্রেক চাচ্ছিলেন এই অলরাউন্ডার।

সাকিবের সেই চাওয়া ও মানসিক দিক বিবেচনা করে তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস।

অর্থাৎ সাকিবকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল।

জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘স্টিল সে (সাকিব) আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেহেতু সে বারবার মানসিক ব্যাপারটার কথা বলছে, আমরাও তাই মনে করেছি তাকে রেস্ট দেওয়া দরকার।’

Check Also

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x