Tuesday , 7 May 2024
শিরোনাম

সিংগাইর বলধারা ইউনিয়নে সাঁপের কামরে ৯ম শ্রেণীর ছাত্রের মৃত্যু

মনির হোসেন ময়নাল, সিংগাইর উপজেলা প্রতিনিধি।।মানিকগঞ্জ সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে, উওর পাড়িল গ্রামে সাব্বির হোসেন (১৭) সাঁপের ধংশনে মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০শে) আগস্ট মোঃ মহর আলীর পূএ স্কুল পড়ুয়া মৃত, সাব্বির হোসেন দুপুর ১ টার দিকে বাড়ির পাশে গবাদিপশুর জন্য ঘাস কাটতে

গিয়ে সাঁপের ধংশনের শিকার হয়, পড়ে সাব্বির বাড়ির লোকজনদের বল্লে, তারা স্থানীয় অঝা ঝারফুক নিয়ে আসে অঝারা ঝারফুক দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করলে তার স্বাস্থ্যের অবনতি হয়।

পড়ে বাড়ির লোকজন তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে সাঁপের ভ্যাকসিন না থাকার কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন, পড়ে ঢাকা নেওয়ার পথে সাব্বিরের মৃত্যু হয়।

Check Also

গ্রামে লোডশেডিং না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামাঞ্চলে লোডশেডিং না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরেও যাতে লোডশেডিং না হয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x