রিয়াদে ইনভেস্টার আসলাম আহমেদ মোরশেদের Camera World-এর ৫ম শাখা “মাম বিজনেস লিমিটেড সিকিউরিটি” উদ্বোধন
সৌদি আরবের রিয়াদে বাথহা ফাইভ বিল্ডিং (আল রাজী বিল্ডিং) এর ১নং বিল্ডিং-এর নিচ তলায় লক্ষীপুর জেলার কৃতি সন্তান, ইনভেস্টর আসলাম আহমেদ মোরশেদ এর মালিকানাধীন Camera World এর ৫ম শাখা, মাম বিজনেস লিমিটেড সিকিউরিটি” উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাম বিজনেস লিমিটেড সিকিউরিটি কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের সত্বাধিকারী আসলাম আহমেদ মোরশেদ বলেন, “বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরবের সকল শহরে তার প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাওয়া টেকনোলজির কান্ট্রি ম্যানেজার মিস্টার ওয়েন মা, এস্টেল-এর কান্ট্রি ম্যানেজার জুনিয়র এস্টেল, দাওয়া টেকনোলজির পরিচালক মিস্টার দানেশ, চ্যানেল ডিরেক্টর আলিশা। তারা তাদের কোম্পানির পণ্য ও সেবার গুণগত মান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সাথে উপস্থিত ছিলেন ডাঃ সোহান, সাংবাদিক ফারুক আহমেদ চাঁন, জিয়া উদ্দিন, তাজুল ইসলাম গাজী, আবদুল্লা আল মামুন, মামুনুর রশিদ, মোহাম্মদ ওমর ফারুক, গোলাম রসুল রাসেল সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপস্থিত বিশিষ্টজনেরা প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থান সৃষ্টিতে অত্র প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।


























