গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত
এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে ২১ জানুয়ারি, ২০২৬ তারিখে কুয়ালালামপুরের রাধুনি বিলাস রেস্টুরেন্টে রাষ্ট্র সংস্কারে গণভোট ও ভবিষ্যতের বাংলাদেশ শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মালয়েশিয়া সহ সভাপতি ড. এস এম রহমান তনু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া, বাংলাদেশ খেলাফতে মজলিশ মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ তকি উল্লাহ, এবি পার্টির মালয়েশিয়া সদস্য সচিব ড. সোহেল মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় ২০২৬ সালের গণভোটের প্রেক্ষাপট, গণভোটের মাধ্যমে কাংখিত পরিবর্তন, রাষ্ট্র সংস্কার ও ভবিষ্যত বাংলাদেশ পুনর্গঠনের বিবিধ বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। উক্ত আলোচনায় সবগুলো রাজনৈতিক দলই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মতামত প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে মালয়েশিয়ায় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ উপস্থিত থাকায় একটি অনন্য ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মালয়েশিয়া ডায়াস্পোরা এলায়েন্সের আহবায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক ও সঞ্চালনা করেন মুখ্য সংগঠক আল আমিন।



























