শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
জুলাই-অগাস্ট আন্দোলনকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ মামলাটি আদেশের জন্য উপস্থাপিত রয়েছে।
অন্য অভিযুক্তরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের মধ্যে একমাত্র গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক আইজিপি মামুন।
প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শেখ হাসিনা ছিলেন এই অপরাধের মূল নির্দেশদাতা। অভিযোগ গঠন হলে এটি হবে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রথম আনুষ্ঠানিক বিচার কার্যক্রমের সূচনা।
গত ১ জুন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেয় ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ উত্থাপন করে। সেই দিন ট্রাইব্যুনালের কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
১৬ জুন ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হতে নির্দেশ দেন। এরপর তাদের উদ্দেশে বাংলাভাষা ও ইংরেজি ভাষার দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবুও তারা হাজির না হওয়ায় আদালত ১ জুলাই অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে। শুনানি শেষে আজ ১০ জুলাই আদেশের দিন নির্ধারণ করা হয়।