Monday , 6 May 2024
শিরোনাম

ছেলের মুক্তির দাবিতে মানববন্ধনে দাঁড়িয়ে কেঁদে বুক ভাসালেন শামসুজ্জামানের মা

মোঃ রাজন আহম্মেদ,ধামরাই (ঢাকা) প্রতিনিধি

শামসুজ্জামান শামসের মুক্তি দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকরা। এ মানববন্ধনে অংশ নিয়েছিলেন শামসের মা। ছেলের মুক্তি দাবিতে বক্তব্য দিতে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন করিমন নেছা। তার কান্নায় ভারি হয়ে ওঠে আশপাশের পরিবেশও। পরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। শনিবার (১ এপ্রিল) বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী ঢাকা-আরিচা মহাসড়কের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় স্থানীয় এলাকাবাসী, ধামরাই রিপোর্টার্স ক্লাব ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেন। এতে সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন শামসুজ্জামানের মামাতো ভাই ফারুক হোসেন, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, বণিক বার্তার সাভার প্রতিনিধি সোহেল রানা, ঢাকা টাইমসের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজি। মানববন্ধনে বক্তারা বলেন, শামসুজ্জামান দীর্ঘদিনের সাংবাদিকতা ছিল গণ মানুষের পক্ষে। সে সবসময় মানুষের কথা তুলে ধরেছে। তার পরিবারের বিরুদ্ধেও দেশ বিরোধী কোনো অভিযোগ নেই। তার ভাই দেশের জন্য প্রাণ দিয়েছে। অথচ, আজ একটা প্রতিবেদনের জন্য তাকে মামলা দিয়ে কারাবন্দী করা হয়েছে। শামসুজ্জামানের মুক্তির দাবি জানিয়ে তারা আরও বলেন, বিতর্কিত এই কালো ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের থামানোর জন্য করা হয়েছে। সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার জন্য বানানো হয়েছে। অবিলম্বে এই কালো আইন বাতিল করে শামসুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

Check Also

চট্রগ্রামে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন নির্মান কাজের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আজ ০৫ মে রবিবার দুপুরে চট্টগ্রামে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x