ঢাকা , শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায়, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল রিয়াদ এর উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন নির্বাচনি প্রচারে ভোটারের এনআইডি সংগ্রহ করা যাবে না: ইসি একাত্তরেই বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে: তারেক রহমান দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব দেশ এনার্জি চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্রের কেপিআই নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার হাজীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সিআর ও জিআর মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

‘বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র নয়’ বলল ভারতীয় বোর্ড

সাংবাদিক

বাংলাদেশি মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে দেশটির বেশ কিছু উগ্রতাবাদী গোষ্ঠী তীব্র বৈরিতা দেখাচ্ছে। বেশ কিছু ক্লিপ সামনে এসেছে, যাতে সরাসরি হুমকি দেওয়া হয়েছে তাকে। তবে সেসবকে খুব বেশি আমলে নিচ্ছে না বিসিসিআই। বরং জানাচ্ছে, বাংলাদেশ যেহেতু ভারতের শত্রু রাষ্ট্র নয়, সেহেতু মোস্তাফিজেরও আইপিএল খেলতে বাধা নেই।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক কিছুটা অস্বস্তিকর হয়ে পড়ে। এর প্রভাব খেলাধুলাতেও পড়ে। যদিও মোস্তাফিজ গেল মৌসুমে আইপিএলে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে আসন্ন আইপিএলের আগে পরিস্থিতিটা আরও ঘোলাটে হওয়ার ফলে এবার কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া বাঁহাতি এই পেসারের খেলা নিয়ে শঙ্কা জাগে। তবে বিসিসিআই জানায়, বর্তমান নিয়মে মোস্তাফিজকে আইপিএল খেলতে বাধা দেওয়ার সুযোগ নেই।

আইপিএল ২০২৬ নিলামে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয়। এই সিদ্ধান্তের পর ভারতের একাংশ সমর্থকের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ কেকেআরের ম্যাচ বয়কটের ডাক দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও ছড়িয়ে পড়ে।

এই অবস্থায় বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বোর্ডের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি বিষয়টি সংবেদনশীল। আমরা কূটনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছি এবং নিয়মিত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশ সরকার দেয়নি। বাংলাদেশ শত্রু রাষ্ট্র নয়। তাই নিয়ম অনুযায়ী মোস্তাফিজের আইপিএল খেলতে কোনো বাধা নেই।’

এদিকে সোম নামে এক ব্যক্তি কঠোর মন্তব্য করে বলেন, মোস্তাফিজের মতো ক্রিকেটারদের ভারতের বিমানবন্দর থেকে বাইরে যেতে দেওয়া হবে না। তবে এসব মন্তব্যকে গুরুত্ব দেয়নি বিসিসিআই।

সব বিতর্কের মধ্যেও বিসিসিআইয়ের বার্তা পরিষ্কার। বর্তমান নিয়মে মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে বাধা নেই।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:২২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
৬৩০ Time View

‘বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র নয়’ বলল ভারতীয় বোর্ড

আপডেটের সময় : ০৬:২২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

বাংলাদেশি মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে দেশটির বেশ কিছু উগ্রতাবাদী গোষ্ঠী তীব্র বৈরিতা দেখাচ্ছে। বেশ কিছু ক্লিপ সামনে এসেছে, যাতে সরাসরি হুমকি দেওয়া হয়েছে তাকে। তবে সেসবকে খুব বেশি আমলে নিচ্ছে না বিসিসিআই। বরং জানাচ্ছে, বাংলাদেশ যেহেতু ভারতের শত্রু রাষ্ট্র নয়, সেহেতু মোস্তাফিজেরও আইপিএল খেলতে বাধা নেই।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক কিছুটা অস্বস্তিকর হয়ে পড়ে। এর প্রভাব খেলাধুলাতেও পড়ে। যদিও মোস্তাফিজ গেল মৌসুমে আইপিএলে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে আসন্ন আইপিএলের আগে পরিস্থিতিটা আরও ঘোলাটে হওয়ার ফলে এবার কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া বাঁহাতি এই পেসারের খেলা নিয়ে শঙ্কা জাগে। তবে বিসিসিআই জানায়, বর্তমান নিয়মে মোস্তাফিজকে আইপিএল খেলতে বাধা দেওয়ার সুযোগ নেই।

আইপিএল ২০২৬ নিলামে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয়। এই সিদ্ধান্তের পর ভারতের একাংশ সমর্থকের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ কেকেআরের ম্যাচ বয়কটের ডাক দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও ছড়িয়ে পড়ে।

এই অবস্থায় বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বোর্ডের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি বিষয়টি সংবেদনশীল। আমরা কূটনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছি এবং নিয়মিত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশ সরকার দেয়নি। বাংলাদেশ শত্রু রাষ্ট্র নয়। তাই নিয়ম অনুযায়ী মোস্তাফিজের আইপিএল খেলতে কোনো বাধা নেই।’

এদিকে সোম নামে এক ব্যক্তি কঠোর মন্তব্য করে বলেন, মোস্তাফিজের মতো ক্রিকেটারদের ভারতের বিমানবন্দর থেকে বাইরে যেতে দেওয়া হবে না। তবে এসব মন্তব্যকে গুরুত্ব দেয়নি বিসিসিআই।

সব বিতর্কের মধ্যেও বিসিসিআইয়ের বার্তা পরিষ্কার। বর্তমান নিয়মে মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে বাধা নেই।