Monday , 6 May 2024
শিরোনাম

শাপলাপুর সড়ক থেকে ৭ মন কাঁকড়া জব্দ করলো বনবিভাগ

সরওয়ার কামাল মহেশখালীঃ১৩ই আগষ্ট মহেশখালী উপজেলার শাপলাপুর সড়কে অভিযান চালিয়ে ৭ মণ কাকড়া জব্দ করা হয়েছে। ১৩ই আগষ্ট সকাল ১০ টায় মহেশখালী রেঞ্জ কর্মকর্তার নির্দেশে এ অভিযান চালায় শাপলাপুর ও দিনেশপুর বনবিভাগ। উপজেলার শাপলাপুর সড়কের চালিয়াতলী এস আলম কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে শাপলাপুর বনবিট কর্মকর্তা রাজীব ইব্রাহিম ও দিনেশপুর বিট কর্মকর্তা জুবাইয়ের নেতৃত্বে নিষিদ্ধ সাত মণ কাঁকড়া জব্দ করেছে। তবে কাকড়াগুলো পরিত্যক্ত অবস্থায় থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শাপলাপুর বিট কর্মকর্তা রাজীব ইব্রাহিম জানান, ছোট কাকড়া আহরণ ও পাচার নিষিদ্ধ।
পরিত্যক্ত অবস্থায় সাত মণ কাকড়া জব্দ করে মহেশখালী-শাপলাপুর জেমঘাট নৌ চ্যানেলে স্থানীয়দের সামনে অবমুক্ত করা হয়েছে। কাকড়াগুলোর মূল্য প্রায় ৫০ হাজার টাকা। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Check Also

‘সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’

সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x