Sunday , 5 May 2024
শিরোনাম

ইবি শিক্ষার্থী আহত, উপাচার্যের বাংলোর সামনে অবস্থান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ইসলামী মোটর গাড়ির ধাক্কায় এ শিক্ষার্থী আহত হয়েছে। ওই শিক্ষার্থীর নাম তাওহীদ তালুকদার। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩ ঘন্টা ধরে ঝিনাইদহ -কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থী। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ এখনো চলছে।

এদিকে এ ঘটনায় পৃথকভাবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাংলোর সামনে অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের সামনে অনতিবিলম্বে স্পীড ব্রেকার, ওভার ব্রিজ নির্মাণ, যানবহণের গতিবিধি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু দাবী করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ চলাকালে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিক আরাফাত ও সম্পাদক নাসিম আহমেদ জয় উপাচার্যের সাথে আলোচনা করতে ভেতরে অবস্খান করেন। বিক্ষোভ চলাকালে বাংলোর ফটকে ধাক্কাধাক্কি করেন শিক্ষার্থীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচী ও অবরোধ চলছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি স্খায়ী ভাবে সমাধানের জন্য স্যারের সাথে কথা বলেছি। শিক্ষার্থীদের সাথে বসে সমাধান করা হবে।

Check Also

ক্লাস শুরু রোববার: মানতে হবে যেসব নির্দেশনা

সারা দেশে রোববার (৫ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x