Sunday , 5 May 2024
শিরোনাম

কাতারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিন বাংলাদেশী তরুণ নিহতের ঘটনায় রাষ্ট্রদূত ও কমিউনিটির শোক

আকবর হোসেন বাচ্চু, কাতার থেকেঃ
কাতারে আল সামাল সড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিন বাংলাদেশী যুবক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন। নিহত তিন বাংলাদেশী তরুণ হলেন আহমেদ সাফওয়ান, ইসরান, এবং আজহারুল হক জয়।

রাষ্ট্রদূত গতকাল নিহতদের বাসভবনে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের খোজ খবর নেন এবং তাদেরকে গভীর সমবেদনা জানান। তিনি নিহতদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন। এসময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দুতালয় প্রধান মাহবুব রহমান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন সহ কমুউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে শোকাহত পরিবার গুলো প্রতি সমবেদনা জানাতে আরও উপস্থিত হয়েছিলেন কাতার সরকারের ইতিহাস গবেষক ডক্টর হাবিবুর রহমান, কাতারস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি সি,আই,পি রফিকুল ইসলাম হেলাল এবং সন্দ্বীপ এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মাওলানা কেপায়েত উল্লাহ সহ বিভিন্ন সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Check Also

ক্লাস শুরু রোববার: মানতে হবে যেসব নির্দেশনা

সারা দেশে রোববার (৫ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x