Sunday , 5 May 2024
শিরোনাম

কিশোর গ্যাং কালচার বন্ধে তৎপরতা বাড়াতে হবে: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কিশোর গ্যাং কালচার গড়ে ওঠা বন্ধে তৎপরতা আরও বাড়াতে হবে।

মঙ্গলবার রাতে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, কিশোররা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। কিশোর অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও বাড়াতে হবে, যাতে কোনো এলাকায় গ্যাং কালচার গড়ে উঠতে না পারে। এক্ষেত্রে সামাজিক সচেতনতাও বাড়াতে হবে।

পুলিশ প্রধান বলেন, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় পুলিশের প্রতি জনগণের আস্থা অনেক বেড়েছে। একইসঙ্গে জনগণের প্রত্যাশাও বেড়েছে। তাদের প্রত্যাশা পূরণ ও আস্থা ধরে রাখতে নতুন উদ্যমে কাজ করতে হবে। পুলিশের সেবার মূল কেন্দ্র হলো থানা। থানায় জনগণের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে তদারকি বাড়াতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

Check Also

ক্লাস শুরু রোববার: মানতে হবে যেসব নির্দেশনা

সারা দেশে রোববার (৫ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x