Monday , 6 May 2024
শিরোনাম

খোকসা ক্ষুদ্র-নৃগোষ্ঠি ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি তাপস কুমার, সাধারণ সম্পাদক উজ্জাল কুমার

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলা বাংলাদেশ তৃনমূল ক্ষুদ্রনীগোষ্ঠী ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে বাবু তাপস কুমার পাল কে সভাপতি ও উজ্জ্বল কুমার দাস কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সোমবার দুপুরে উপজেলার শোমসপুর গোহাটার পাশে অস্থায়ী প্যান্ডেলে ত্রি-বার্ষিক সম্মেলন কমিটির আহ্বায়ক শ্রী তপন কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সিপন সিং।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী বিমল তাঁতী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পলাশ কুমার বিশ্বাস, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নগেন সরকার ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি নিপেন মাহাতো।
উপজেলার সমতলে বসবাসকারী তৃণমূল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় তিন শতাধিক নারী-পুরুষ ও স্থানীয় শিক্ষার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপস্থিতিতে ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত নেতারা বক্তব্যে বলেন মোতালেব বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সকল সদস্যরাই এক অভিন্ন আইনে প্রথম পরিচালিত হবে।
সকলের সাথে আমরা সকলেই একে অপরের পরিপূরক হিসাবে কাজ করব। আগামীতে এই কমিটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকলের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে অক্ষ বদ্ধ ভাবে কাজ করবে বলেও আশা প্রকাশ করি।

Check Also

‘সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’

সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x