Thursday , 9 May 2024
শিরোনাম

গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সকল কর্মসূচী সফলভাবে সম্পন্ন ০৩ জন পুরষ্কৃত

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ থেকেঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ/২০২২ এর সমাপনী,মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯ জুলাই (শুক্রবার) সকাল ১১ঘটিকার সময় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ,সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারী বৃন্দ ও মৎস্য চাষী,মৎস্যজীবীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৩জন সফল মৎস্য চাষীকে পুরষ্কার প্রদান করা হয়। বোকাইনগর উপজেলার কালিবাড়ী এলাকার মৎস্যচাষী নূর আলী শিং মাছের চাষে ভূমিকা রাখার জন্য,ডৌহাখলা ইউনিয়নের নন্দিগ্রাম এলাকা সফল আরেক মৎস্য চাষী আব্দুর রহমান পাবদা চাষে অবদানের জন্য এবং রেনু পোনা উৎপাদনে অসামান্য সফলতা রাখায় রামগোপালপুর ইউনিয়নের যতীন্দ্র চন্দ্র বর্মনের বর্মন হ্যাচারিকে পুরষ্কৃত করা হয়।
এদিকে গত ২৪ জুলাই র‍্যালি,পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মাধ্যমে গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ/২০২২ এর কার্যক্রম শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-৩ গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
জাতীয় মৎস্য সপ্তাহের অন্যান্য কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য ছিল মোবাইল কোর্ট পরিচালনা করা,জলাশয়ের মাটি ও পানি পরীক্ষা,মৎস্যচাষীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ ইত্যাদি।

Check Also

নিজের নামে প্রকল্পের নামকরণে প্রধানমন্ত্রীর ‘না

ভবিষ্যতে নিজের নামে কোনো প্রকল্পের নামকরণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x