Sunday , 5 May 2024
শিরোনাম

নবীনগরে প্রতিটি দুর্গাপূজা মণ্ডপে থাকবে কঠোর নিরাপত্তা

শুভ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় শারদীয় দুর্গপূজা-২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় নবীনগর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলার ১৩৪টি পূজামণ্ডপে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সুজিত দেব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন নসু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত ভদ্র, সাধারণ সম্পাদক অ্যাড. বিনয় চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মুফতি আমজাদ হোসেন আশরাফী প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য প্রদান করেন।

সভায় উপজেলার ১৩৪টি পূজামণ্ডপে অনুষ্ঠিতব্য শারদীয় দুর্গাপূজায় প্রত্যেক পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতাধীন থাকবে, নজরদারি বৃদ্ধিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাখতে হবে মণ্ডপের নিজস্ব সেচ্ছাসেবক, পূজামণ্ডপে মাদক সেবন নিষেধ, মাগরিবের নামাজের পূর্বেই দশমীর দিন প্রতিমা বিসর্জ্জন করতে হবে, মণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন।

Check Also

চট্রগ্রামে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন নির্মান কাজের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আজ ০৫ মে রবিবার দুপুরে চট্টগ্রামে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x